চমকে চপলা মেঘে মগন গগন

  • রাগ : Desh
  • তাল : Trital

চমকে চপলা মেঘে মগন গগন

চমকে চপলা মেঘে মগন গগন।
গরজিছে রহি’ রহি’ অশনি সঘন॥
লুকায়েছে গ্রহ-তারা দিবসে ঘনায় রাতি
শূন্য কুটিরে কাঁদি, কোথায় ব্যথার সাথী,
ভীত চমকিত-চিত, সচকিত শ্রবণ॥