জীবন যান করিতে

জীবন যান করিতে

লেটো : ‘চাষার সঙ’
জীবন যান করিতে
চাষ কর বিধিমতে,
র’বে যদি সুখেতে –
এ পৃথিবী মাঝার॥
জমি ‘উগালে’ ‘সামালে’
বীজ ফেলাও কুতুহলে,
পাবে তবে সেই ফসলে –
মেহনতের সার॥
লাগাও ধান প্রধান ফসল
তরকারী কলাই সকল,
দাও সময় মত জল –
যাতে প্রাণ বাঁচে তার॥
অরি হতে ফসলে
রক্ষা কর সকলে,
নজরুল এসলাম বলে –
নইলে বাঁচা হবে ভার॥