জাগো জাগো পোহাল রাতি

  • রাগ : Voirobi vupal
  • তাল : Jot

জাগো জাগো পোহাল রাতি

জাগো জাগো, পোহাল রাতি।
গগন-আঙনে ম্লান চাঁদের বাতি॥
মধুমাছি মধু বোলে
ফুলমুখী ঘুম ভোলে,
শরমে নয়ন খোলে – শয়ন-সাথী॥
সলিল লুটায় ঘটে
বধূর বুকে তটে,
বাজে বাঁশি ছায়া-বটে – আবেশ মাতি’॥