জাগো রূপের কুমার

জাগো রূপের কুমার

নৃত্য-সঙ্গীত, নাটক : সর্বহারা
জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে কাটাও রাতি।
হের দুয়ারে দাঁড়ায়ে বধূর সাজে তব জাগার সাথী॥
আসে বারেবারে সে যে অভিসারে
তার বুকের ভাষা মুখে কইতে নারে,
মোরা বাসর ঘরে এলাম জ্বাল্তে বাতি॥