ঝরে বারি গগনে

  • রাগ : Desh
  • তাল : Trital

ঝরে বারি গগনে

ঝরে বারি গগনে ঝুরু ঝুরু।
জাগি একা ভয়ে নিদ্ নাহি আসে,
ভীরু হিয়া কাঁপে দুরু দুরু॥
দামিনী ঝলকে, ঝনকে ঘোর পবন
ঝরে ঝর ঝর নীল গন।
রহি’ রহি’ দূরে কে যেন কৃষ্ণা মেয়ে
মেঘ পানে ঘন হানে ভুরু॥
অতল তিমিরে বাদলের বায়ে
জীর্ণ কুটীরে জাগি দীপ নিভায়ে,
দূরে দেয়া ডাকে গুরু গুরু॥