তুমি প্রভাতের সকরুণ ভৈরবী

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী।
শিশির-সজল ভোরের আকাশে ভাসে তোমারি উদাস ছবি॥
বিষাদ গভীর কার কল্পনা
রূপ ধ’রে তুমি ফের আনমনা,
তোমারি মূরতি ধেয়ায় স্বপনে বিরহী সুরের কবি॥

তুমি ধরা দিতে যেন আস না্ই ধরণীতে,
একা-একা খেলা খেল সারাবেলা সাথীহীন তরণীতে।
আঘাত হানিয়া সে-কোন্ নিঠুর
জাগাবে তোমাতে আশাবরী সুর,
পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী॥