তুমি বহু জনমের সাধ মিটালে

তুমি বহু জনমের সাধ মিটালে

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া।
কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া॥
ভিক্ষা পেয়েও দাঁড়াইয়া থাকে দ্বারে
ক্ষমা করো তুমি তারে,
ভিখারির মন নাহি ভরে যদি হাতে ভিক্ষা নিয়া॥
ধনীর প্রাসাদে গেল না ভিখারি তোমার কুটিরে এসে,
ভিক্ষা-পাত্র তুলিয়া ধরিল কেন আঁখি-জলে ভেসে’।
জানে না কে তারে পথ দেখাইল,
কোন্ সুন্দর যেন বলে দিল;
আপনারে দিতে সব কিছু নিয়া
জাগিছে রে তোর (চিরজনমের) প্রিয়া॥