তুমি যে আমার আধখানি চাঁদ

  • তাল : Dadra

তুমি যে আমার আধখানি চাঁদ

তুমি যে আমার আধখানি চাঁদ, আধখানি ঐ আকাশে।
তুমি হাস যবে মোর বুকে থাকি’ ঝলকে জোছনা হাসে॥
কত বেদনায় মোর হিয়াতল
ঘন হয়ে আসে যেন দীঘিজল,
তারি বকে তুমি অমল কমল – দুলিছ দখিনা বাতাসে॥
আমি যে বাঁধিনু খেলাঘরখানি, তুমি যে পুতুল তারি,
বাহিব সেথায় তরণী আমার – তুমি যে অসীম বারি।
পথগুলি মোর মিশিল যেথায়
আসিনু ফিরিয়া সেই মোহনায়,
ভালোবাসা তব জীবনে আমার সৌরভ হ’য়ে ভাসে॥