তোমার হাতের সোনার রাখি

  • রাগ : Voirobi
  • তাল : kaharba

তোমার হাতের সোনার রাখি

তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে।
আমার বিফল বনের কুসুম তোমার পায়ে ঝরালে॥
খুঁজেছি তোমায় তারার চোখে
কত সে-গ্রহে কত সে-লোকে,
আজ কি তৃষিত মরুর আকাশ বাদল-মেঘে ভরালে॥
দূর অভিমানের স্মৃতি কাঁদায় কেন আজি গো!
মিলন-বাঁশি সহসা ওঠে ভৈরবীতে বাজি’ গো!
হেনেছে হেলা, দিয়েছ ব্যথা
মনে পড়ে আজ কেন সে-কথা,
মরণ-বেলায় কেন এ গলায় মালার মতন জড়ালে॥