তোমার নাম নিয়ে খোদা

তোমার নাম নিয়ে খোদা

তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি।
আমার তা’তে নাই লাজ ভয় মরি কিম্বা তরি॥
আমার ভালো মন্দ তুমি খোদা জানো,
(তাই) দুখের শমন দিয়ে এমন বুকের কাছে টানো, (খোদা)
(আমি) দুঃখ দেখে তোমার থেকে না যেন যাই সরি’॥
সুক-দুঃখ যশ নিন্দা মান ও অপমান
আমার ব’লে নইতো কিছু সবই তোমার দান,
(যত) বাইরে আঘাত আসে তত তোমায় যেন ধরি॥
(এই) ফেরেববাজীর দুনিয়া ভরা কেবল মায়া ফাঁকি
(তাই) তোমার নামের বাতি জ্বেলে বুকের কাছে রাখি,
ঐ নামের আঁচে আমি যেন মোমের মত ঝরি।
খোদা তোমার প্রেমে গ’লে যেন মোমের মত ঝরি॥