তোমার নূরের রওশনী মাখা

তোমার নূরের রওশনী মাখা

তোমার নূরের রওশনী মাখা নিখিল ভুবন, অসীম গগন।
তোমার অন্তর জ্যোতির ইশারা গ্রহ-তারা-চন্দ্র-তপন॥
তোমার রূপের ইঙ্গিত খোদা
ফুটিছে বনের কুসুমে সদা,
তোমার নূরের ঝলক হেরি’ মেঘে বিজলি চমকে যখন॥
প্রাণের খুশি শিশুর হাসি
মধুরতোমার রূপ দেয় প্রকাশি’,
তোমার জ্যোতির সমুদ্রে খোদ আলোর ঝিনুক মোর এ দু’টি নয়ন॥
ধানের খেতে নদী-তরঙ্গে
দুলে তোমার রূপ মধুর ভঙ্গে,
নিতি দেখা দাও হাজার রঙ্গে অরূপ নিরাকার তুমি নিরঞ্জন॥