সে ধীরে ধীরে আসি

  • রাগ : Deshi touri
  • তাল : Trital

সে ধীরে ধীরে আসি

(সে) ধীরে ধীরে আসি’
(সে) আধো ঘুমে বাজাল বাঁশি।
(সে) ফুল-রাখি দিল বাঁধি হাসি॥
জাগিয়া নিশি-ভোরে
না হেরি বাঁশির কিশোরে,
(সে) চাঁদ-তরী বেয়ে গেল ভাসি॥