নিশীথ রাতে ডাকলে আমায়

  • রাগ : Behag misro
  • তাল : kaharba

নিশীথ রাতে ডাকলে আমায়

নিশীথ রাতে ডাক্লে আমায়, কে গো তুমি কে?
কাঁদিয়ে গেলে আমার মনের বনভূমিকে,
কে গো তুমি কে॥
তোমার আকুল করুণ স্বরে
আজকে তা’রেই মনে পড়ে,
এম্নি রাতে হারিয়েছি যে হৃদয়-মণিকে॥
দুয়ার খু’লে চেয়ে আছি১ তারার পানে দূরে,
আর একটিবার ডাকো ডাকো তেম্নি করুণ সুরে।

একটি কথা শুন্ব ব’লে
রাত কেটে যায় চোখের জলে,
দাও সাড়া দাও, জাগিয়ে তোলো আঁধার পুরীকে॥