তুমি কেন এলে পথে

  • তাল : Dadra

তুমি কেন এলে পথে

তুমি কেন এলে পথে
ঝরা মল্লিকা ভাসাইতেছিনু
একাকিনী নদী-স্রোতে॥
কলসি আমার অলস খেলায়
ধীর তরঙ্গে যদি ভেসে’ যায়
তীরে সে কলসি তুলে’ আনো তুমি
কেন নদী’ জল হ’তে॥
আমার নিরালা বনে
আমি গাঁথি হার, তুমি গান গাহি’
ধ্যান ভাঙো অকারণে।
আমি মুখ হেরি’ আরশিতে একা
তুমি সে মুকুরে কেন দাও দেখা
বাতায়নে চাহি’ তুমি কেন হাসো
আসিয়া চাঁদের রথে॥