প্রেম আর ফুলের জাতি কুল নাই

প্রেম আর ফুলের জাতি কুল নাই

প্রেম আর ফুলের জাতি কুল নাই,
বুলবুলি সে কথা ভুলিল কি হায়।
সে কেন তবে আসে না
রাতের ফুল মোর হাতে শুকায়॥
রাজ-বাগিচার ফুল হোক যতি গরবী
পথের ফুলেও এছ তা’রি মত সুরভি,
রসের পুতলী হয় পথের ভিখারিনী
যদি প্রেম পায়॥