ফুলবনে যদি বসন্ত এলো

  • রাগ : Misro shur
  • তাল : kaharba

ফুলবনে যদি বসন্ত এলো

ফুলবনে যদি বসন্ত এলো
মনবনে নাহি এলো,
কেন মনবন নাহি এলো॥

বিবশা এ হিয়া উঠিয়ে রাঙিয়া
মধুর পরশন মাগিয়া,
ফুরাবে সবই কি, বিফল-চাওয়া চাহিয়া॥
তৃষিত এ প্রাণ চাহে যাহারে
গগন-পারে খোঁজে তাহারে,
অ-ধরা কি রবে পিয়া রে॥