বনদেবী জাগো সহকার করে

বনদেবী জাগো সহকার করে

বনদেবী জাগো সহকার-করে বাঁধো বল্লরী-কঙ্কণ।
আকাশে জাগাও তব নব কিশলয়-কেতন-কম্পন॥
অশান্ত দক্ষিণা সমীরণ
গেয়ে যাক বসন্ত আবাহন,
বনে বনে হোক ফুল-আল্পনা-অঙ্কন॥
মধূপ গুঞ্জরে ঝিল্লীর মণি-মঞ্জিরে তোলো ঝংকার,
মুহু মুহু কুহু রবে আনো আনন্দিত ছন্দ ধরণীতে অলকানন্দার।
ঝরা পল্লব মর্মরে
মৃদু ঝরনার ঝর্ঝরে,
মুখরিত হোক তব বন-ভূমি-অঙ্গন॥