বরষা ঋতু এলো

  • তাল : kaharba

বরষা ঋতু এলো

বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে
বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু অম্বর মাঝে॥
বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়ঁ
হানে তীর বৃষ্টি অবিরল ধারায়
শুনি’ রথ-চক্রের ধ্বনি অশনির রোলে
সিন্ধু তরঙ্গে মঞ্জির বাজে॥
ভীত বন-উপবন লুটায়ে লুটায়ে
প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ে।
তার অশান্ত গতিবেগ শুনি পুব হাওয়াতে
চলে মেঘ-কুঞ্জর-সেনা তারি সাথে
তৃণীর কেতকীর জল-ধনু হাতে
চঞ্চল দুরন্ত গগনে বিরাজে॥