বৃন্দাবনী কুমকুম আবির রাগে

  • রাগ : Brindaboni sharong
  • তাল : Trital

বৃন্দাবনী কুমকুম আবির রাগে

বৃন্দাবনী কুমকুম আবির রাগে যেন মোন অন্তর বাহির রাঙ্গে॥
রস-যমুনা যেন বহে
কভু মধুর মিলনে কভু বিধুর বিরহে,
রস-তৃষাতুরা ব্রজ-নাগরী যেন গাগরীতে সেই রস মাগে॥
যেন মোর কুঞ্জ-দুয়ারে,
ভাব-বিলাসিনী শ্রীমতী আসে অভিসারে।
যেন মোর নিবিড় ধ্যানে
মুরলী-ধ্বনি শুনি কানে,
বিরহের বরষায় আশা-নীপ-শাখায় যেন ঝুলনের দোলা লাগে॥