ভোরে স্বপনে কে

  • তাল : kaharba

ভোরে স্বপনে কে

ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা
মোর তপনের রাঙা কিরণ যেন ঘিরিল তমসা॥
না ফুটিতে মোর কথার কুঁড়ি
চপল বুলবুলি গেলে উড়ি’
গেলে ভাসিয়া ভোরের সুর যেন বিষাদ অলসা॥
জেগে দেখি হায়, ঝরা ফুলে আছে ছেয়ে তোমার পথতল,
ওগো অতিথি, কাঁদিছে বনভূমি ছড়ায়ে ফুল দল!
মুখর আমার গানের পাখি
নীরব হলো হায় বারেক ডাকি’
যেন ফাগুনের জোছনা-বর্ষিত রাতে নামিল বরষা॥