বৃন্দাবনে এ কি বাঁশরি বাজে

  • রাগ : Brindaboni sharong
  • তাল : Kawali

বৃন্দাবনে এ কি বাঁশরি বাজে

বৃন্দাবনে এ কি বাঁশরি বাজে।
গোপিনী উন্মনা, মন নাহি কাজে॥
কুলবধূ-ঘটে-ঘটে সে-বাঁশি স্বনে
উছলি’ উছলি’ উঠে নীর ক্ষণে ক্ষণে,
নয়ন-সলিল ঝরে গাগরি-মাঝে॥