বল্ রে তোরা বল্ ওরে

  • রাগ : Khambaj
  • তাল : Dadra

বল্ রে তোরা বল্ ওরে

বল্ রে তোরা বল্ ওরে ও-আকাশ-ভরা তারা।
আমার নয়ন-তারা কোথায়? কোথায় হ’ল হারা॥
দৃষ্টিতে তার বৃষ্টি হ’ত তোদের অধিক আলো
আঁধার ক’রে নামার ভুবন কোথায় সে লূকালো,
হাত্ড়ে ফিরি আকাশ ভুবন, পাইনে তাহার সাড়া॥
খানিক আগে মানিক আমার ছিল রে এই চোখে,
আলোর কুঁড়ি পড়ল ঝ’রে কোন্ সে গহন-লোকে।
বসিল্ তোরা আলোর রাজায়
তাঁহার অসীম আলোকসভায়,
কম হ’ত কি আলো, আমার আঁখির আলো ছাড়া॥