বাদল মেঘের মাদল তালে

  • রাগ : Sharong misro
  • তাল : Kawali

বাদল মেঘের মাদল তালে

বাদল-মেঘের মাদল-তালে ময়ূর নাচে দু’লে দু’লে।
আকাশে নাচে মেঘের পরী বিজ্লি-জরীন্ ফিতা পড়ে খুলে’॥

কদম্ব-ডালে ঝুলনিয়া ঝুলায়ে
বনের বেণী কেয়াফুল দুলায়ে,
তাল তমাল বনে কাজল বুলায়ে – বর্ষারানী নাচে এলোচুলে॥
তরঙ্গ-রঙ্গ নাচে নটিনী
ভরা-যৌবন ভাদর-তটিনী,
পরি’ ফুলমালা নাচে বনমালা – সবুজ সুধার লহর তু’লে॥