বিজলি খেলে আকাশে কেন

বিজলি খেলে আকাশে কেন

বিজলি খেলে আকাশে কেন – কে জানে গো কে জানে।
কোন্ চপলের চকিত চাওয়া চমকে বেড়ায় দূর বিমানে॥
মেঘের ডাকে সিন্ধু-কূলে
অশান্ত স্রোত উঠ্লে দুলে,
সজল ভাষায় শ্যামল যেন কইল কথা কানে কানে॥
বারি-ধারায় কাঁদে বুঝি
মোর ঘনশ্যাম মোরে খুঁজি’,
আজ বরষার দুখের রাতে বন্ধুরে মোর পেলাম প্রাণে॥