বিজলি চাহিনী কাজল কালো নয়নে

  • তাল : Dadra

বিজলি চাহিনী কাজল কালো নয়নে

বিজলি চাহিনী কাজল কালো নয়নে।
রহি’ রহি’ কেন হানিছ ক্ষণে ক্ষণে॥
ভীরু প্রণয় মম
ঝড়ের পাখির সম,
শরণ মাগে তোমার মনো-বনে॥
আমার প্রণয়-প্রদীপ-শিখা তোমারে শ্বাসে থেকে থেকে,
কেঁপে মনে, ওগো প্রিয়, বাঁচাও তারে আঁচল-ঢেকে।
ধ্যান যাহার ওই রাঙা চরণ, বেঁধো না তার বেণীর ফাঁদে
কি হবে পিঞ্জরে রাখি’, বেঁধেছ যা’য় বাহুর বাঁধে,
কেন হান আঘাত যে হেরে আছে রণে॥