বুকে তোমায় নাই বা পেলাম

  • রাগ : Voirobi misro
  • তাল : kaharba

বুকে তোমায় নাই বা পেলাম

বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে।
ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে॥
আসবে যখন তিমির রাতি
রইবে না কেউ জাগার সাথী,
আসবে সে-দিন জ্বালব বাতি – মুছব নয়ণ-জল আঁচলে॥
নাইবা হলাম প্রিয় তোমার, বন্ধু হ’তে দোষ কি বঁধু?
মুখের ‘মধু’র তৃষ্ণা শেষে আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনি ত’, ভালোবাসা পাবার ছলে॥
বাহুর পাশে প্রিয়ায় বেঁধে’
আমার তরে উঠ্বে কেঁদে,
সেই তো আমার জয় গো, প্রিয়, অন্তরে রই, রই না গলে॥