বুল্বুলি নীরব নার্গিস বনে

  • রাগ : Nourochka
  • তাল : Trital

বুল্বুলি নীরব নার্গিস বনে

বুল্বুলি নীরব নার্গিস-বনে।
ঝরা বন-গোলাপের বিলাপ শোনে॥
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে,
তরুণ ইরান-কবি কাঁদে নিরজনে॥

উদাসীন আকাশ থির হ’য়ে আছে,
জল-ভরা মেঘ ল’য়ে বুকের কাছে।
সাকির শরাবের পিয়ালার ’পরে
সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে,
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন-আননে॥