বেলওয়ারি চুড়ি কে নিবি

বেলওয়ারি চুড়ি কে নিবি

বেলওয়ারি চুড়ি কে নিবি আয় পুর-নারী।
চুড়িওয়ালী আমি এনেছি চুড়ি রকমারি॥
যৌবন যা’র হ’ল বাসী
বঁধু যার পরবাসী,
এই চুড়ি-কবচ তারি’॥

কে আছ বিরহিণী
এই রেশমি চুড়ি কিনি,
ভোলো বিরহ ভোলো ভোলো।
মিলনের রাখি কাঁচের এ চুড়ি
কালো মেয়ে হবে তাঁর স্বামীর প্যারী॥
যাদু জানে এই চুড়ি বশ হয় ননদ-শাশুড়ি,
এ চুড়ি পরলে হাতে রাঙা রব পায় যত আই-বুড়ি।
চাই চুড়ি চাই – আয় বধূ আয়,
আয় কিশোরী, আয় কুমারী।
নে ভোলা মনের এই চুড়ি মনোহারী॥