বেলা শেষে গিরি পথের ছায়ে

বেলা শেষে গিরি পথের ছায়ে

বেলা শেষে গিরি-পথের ছায়ে।
কলস ভরে কুঁড়েয় ফেরে
সার বেঁধে ঐ বনের কালো মেয়ে॥
তাদের পায়ে বাজে মল
চলন-দোলায় নয়ন ভোলায় উছ্লে পড়ে জল,
তাা আপন মনে পথের টানে চলে রে গান গেয়ে॥
গাইল যে রে উদাস-করা গান,
বিভোর ক’রে বনের মন-প্রাণ,
সুরে ভুবন হ’ল মগন, আকাশ গেল ছেয়ে॥
তাদের ফুলে বাঁধা কেশ
কাজল-নয়ন, হৃদয়-হরণ বন-দেবীর বেশ,
তাদের কালো রূপের ধারায় নেয়ে পাষাণ রহে চেয়ে॥