মধুর রসে উঠ্ল ভ’রে

মধুর রসে উঠ্ল ভ’রে

মধুর রসে উঠ্ল ভ’রে মোর বিরহের দিনগুলি।
হেলায় খেলায় দিবস ফুরায় অতীত স্মৃতির ফুল তুলি’॥
ক্ষণেকের তরে পেয়েছিনু কাছে
সেই আনন্দে প্রাণ ভ’রে আছে,
আমার মনের চাঁপা গাছে গাহিছে গানের বুলবুলি॥
পাইনে ব’লে নিত্য জাগে পরানে পাওয়ার আশা,
বাসি হ’ল নাকো মোর ফুলহার আমার এ ভালোবাসা।১