মম বেদনার শেষ হল কি এতদিনে

মম বেদনার শেষ হল কি এতদিনে

মম বেদনার শেষ হ’ল কি এতদিনে।
বুঝি তাই এলে প্রিয় পথ চিনে॥
বরষার নবধারা ছন্দে
এলে বন-মুকুলের গন্ধে,
তব চরণ ছাঁয়ায় আজি বাজিল কি সুর মোর মনো-বীণে॥
কত যুগ ধরি’ চেয়ে আছি পথ আজি কি হ’ল সফল,
তাই সহসা কানন মোর মৌন বিহগ-তানে মুখর চপল।
তৃষিত চাতক-হিয়া সম
কাঁদে হায়! ‘এসো প্রিয়তম’,
হের শূন্য এ অন্তর-মন্দির মোর তোমা-বিনে॥