মোর ধেয়ানে মোর স্বপনে

  • রাগ : Pahari misro
  • তাল : kaharba

মোর ধেয়ানে মোর স্বপনে

মোর ধেয়ানে মোর স্বপনে
পরান-প্রিয়, দিও হে দেখা।
মোর শয়নে মোর নয়নে
লিখিয়া যেয়ো সলিল-লেখা॥
পথ চলিতে আসিলে ভুলে’
নিও না তুলে’ তব দেউলে,
হবে না পূজা এ বন-ফুলে –
দেবতা মম, ঝরিব একা॥