মোরে মেঘ যবে জল দিল না

মোরে মেঘ যবে জল দিল না

মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে।
যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে॥

অসীম আকাশ ধরিতে নারিল যারে
তোমার নয়ন কেমনে ধরিল তারে,
বল কেন ভিখারির শূন্য পাত্রে অমৃত ঢালিয়া দিলে॥
বল বল চির-বৈরাগিণী গো, তোমার কি ক্ষতি তায়,
পৃথিবী হইতে মোর নাম যদি চিরতরে মুছে যায়।
চাওনি কিছুই মোর কাছে তুমি কভু
কেন ফিরাইতে চাহ বক্ষে ধরিয়া তবু,
তব গৈরিক-বাসে এ প্রেম-প্রবাহ কেমনে রাখিয়াছিলে॥