মৌরী ফুলের মিঠে সুবাস

মৌরী ফুলের মিঠে সুবাস

মৌরী ফুলের মিঠে সুবাস বাতায়নে এলো ভেসে
পথ দিয়ে কে সোনার মেয়ে জলকে গেল এলোকেশে॥
(কি) ফুল ছিল তার কবরীতে
মদির তাহার সুরভিতে,
উদাস ক’রে মনকে আমার নিয়ে গেল ফুলের দেশে॥
দখিন হাওয়া মর্মরিয়া খোঁজে তারে বনে বনে,
ভ্রমর ফেরে গুঞ্জরিয়া তারি তরে আনমনে।
কালো দীঘির কালো জলে
তারি তরে ঢেউ উথলে,
তারি পায়ের আল্তা হতে আকাশ রাঙে দিনের শেষে॥