যত ফুল তত ভুল

  • তাল : kaharba

যত ফুল তত ভুল

যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
হেথা চাঁদে আছে কলঙ্ক, সাথে অবসাদ
হেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ;
আছে মান-অভিমান পিরিতি-সোহাগে॥
হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
ব’ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।
স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
সু্ন্দর আঁখি আছে, নাই আঁখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে॥