যারে আঘাত দিয়ে ফিরায়েছ তুমি

যারে আঘাত দিয়ে ফিরায়েছ তুমি

যারে আঘাত দিয়ে ফিরায়েছ তুমি কেন ডাক তারে বারে বারে।
যে ফুল হেলায় দলিয়াছ পায়,
আজো রেখেছ অনাদরে কেন পেতে চাওয়া তারে॥
প্রথম প্রণয় জেগেছিল যবে
চাঁদ উঠেছিল মোর হৃদি-নভে,
শুধু দুটি কতা কহিতে তোমারে ভাসিনু আঁখি-ধরে॥

পরাজিত হল তব ভালোবাসা মোর ভালোবাসা-কাছে,
দলিত যে ফুল পথের ধূলায় সে-ফুল আজো কি আছে।
ভাসিয়াছি আমি নয়নের জলে
বহিবে সে ধারা তব হিয়া-তলে
যে জন আমায় বাসিয়াছে ভাল তারে বাঁধিব প্রেম-ডোরে॥