যৌবন সিন্ধু টলমল্

  • রাগ : Shindhu
  • তাল : Trital

যৌবন সিন্ধু টলমল্

যৌবন-সিন্ধু টলমল্, প্রেমের ইন্দু আকাশে টলমল্।
হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়, তরঙ্গ-রঙ্গে ছল্ ছল্ ছল্ ছল্॥
অন্তর-মন্দির-বাসিনী আজি
আসিল আলোকে ফুল-সাজে সাজি’,
নচিয়া ছন্দে চলে সে আনন্দে মৃদুল মন্দে দুলায়ে বন-তল॥
মল্লিকা, অতসী ওঠে বনে বিকশি’ তার তনু-চন্দর-গন্ধে
বাজে চুড়ি ও কঙ্কণ মণি-বন্ধে,
কোকিল কুহরে ‘কুহু কুহু’ অবিরল॥