রিম্ঝিম্ রিম্ঝিম্ ঝরে শাওন ধারা

  • রাগ : Misro mollar
  • তাল : Trital

রিম্ঝিম্ রিম্ঝিম্ ঝরে শাওন ধারা

রিম্ঝিম্ রিম্ঝিম্ ঝরে শাওন ধারা।
গৃহকোণে একা আমি ঘুমহারা॥

ঘুমন্ত ধরা মাঝে
জল-নূপুর বাজে,
বিবাগী মন মোর হল পথহারা॥
চেনা দিনের কথা ভেজা সুবাসে,
অতীত স্মৃতি হ’য়ে ফিরে ফিরে আসে।
এমনি ছলছল ভরা সে-বাদরে
তোমারে পাওয়া মোর হয়েছিল সারা॥