রুমু ঝুম্ঝুম্ জল নূপুর বাজায়ে কে

রুমু ঝুম্ঝুম্ জল নূপুর বাজায়ে কে

রুমু ঝুম্ঝুম্ জল-নূপুর বাজায়ে কে –
মোরে বর্ষার প্রভাতে গেলে ডেলে॥
কে গো আনন্দিনী, কাহার নন্দিনী
শ্রবণ মন বলে তোমারে চিনি চিনি,
তব আসার আশে, চির-বিরহিণী –
পথ চেয়ে আছি কবে থেকে॥
মনের মধুবনে সহসা পাপিয়া
‘পিয়া পিয়া’ ব’লে উঠিক ডকিয়া,
তোমার স্মৃতি আজি উদাস-আকাশে –
মেঘের কাজল দিল মেখে॥