রূপের দীপালি উৎসব

রূপের দীপালি উৎসব

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার নয়ন অঙ্গে।
শথ ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়ন-ভঙ্গে॥
যে আঁখি পরম সুন্দরে দেখিয়াছে
সেই আঁখি কাঁদে তোমার পায়ের কাছে,
দেখেছে সে-আঁখি, বিশ্ব দুলিছে তোমার রূপ-তরঙ্গে॥
তোমারে দেখিতে আমার আকাশ আনত হইয়া কাঁদে,
(তব) মণিহার হ’তে বিবাদ করে গো কোটি গ্রহ তারা চাঁদে।
তুমি দেখিতে যদি গো আপন রূপের আলো
আমারে ভুলিয়া নিজেরে বাসিতে ভালো,
তোমারে আড়াল করিয়া গো তাই ছায়া-সম ফিরি সঙ্গে॥