শারদ নিশির হিমেলা বাতাস

শারদ নিশির হিমেলা বাতাস

শারদ নিশির হিমেলা বাতাস, তারা-ভরা এই অসীম আকাশ।
স্বপ্ন-বিলাসিনী চাঁদের আবাস, কাশ ফুলে দোলে কার নিশাস্॥
শিউলি-মালা গলে শরত-রানী
লাবনি-মাখা যে গো তাহারি বাণী,
তোমার বেণু বিনা, আমার এ বীণা সুর তোলে যেন দীরঘ-শ্বাস॥
এমনই চাঁদের আবাস, কাশ ফুলে দোলে কার নিশাস্॥
শিউলি-মালা গলে শরত-রানী
লাবনি-মাখা যে গো তাহারি বাণী,
তোমার বেণু বিনা, আমার এ বীণা সুর তোলে যেন দীরঘ-শ্বাস॥
এমনই চাঁদের তিথি, এমনই শারদ-রাতি
মৌন-মুখর ধরা, তব সুর ছিল সাথী,
রাখিখানি যবে হায় নিয়েছিলে কর পাতি’ –
এসো গো ধেয়ানে মম তাজিয়া সে-পরবাস॥