শারদ সন্ধ্যা সমীরে দোলা

  • রাগ : Gouri
  • তাল : Trital

শারদ সন্ধ্যা সমীরে দোলা

শারদ-সন্ধ্যা সমীরে দোলা লাগে ধরণীর বিহ্বল-চিত্তে।
এসো পুরবাসী করি’ সজ্জা, ভরাও ভুবনে গীত-নৃত্যে॥
পুঞ্জিত মেঘ হ’ল রিক্ত
অবিরল ধারে ধরা সিক্ত,
মেহেদী ফুলের মঞ্জরি ল’য়ে, সাজাও ভবনে অনুপম বিত্তে॥