শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে

শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে

শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে।
কে এলে প্রদীপ ল’য়ে আঁধার ঘরে নীরবে॥
গোধূলি লগনে এসে
দাঁড়ালে বঁধুর বেশে,
জীবনেরই বেলা শেষে হে প্রিয় এলে কি তবে॥
যে হাতের মালা তব চেয়েছিনু, প্রিয়তম
রাখ সেই হাতখানি তপ্ত ললাটে মম,
তোমার পরশে মোর মরণ মধুর হবে॥