শ্রান্ত হৃদয় অনেক দিনের অনেক কথার ভারে

শ্রান্ত হৃদয় অনেক দিনের অনেক কথার ভারে

শ্রান্ত হৃদয় অনেক দিনের অনেক কথার ভারে।
হে বিরহী, গেলে চ’লে, শুনলে নাকো তারে॥
আমার মুখের সে-কথা, হায়!
শুনতে এলে অনেক আশায়,
ফুটেছে সেই কথার মুকুল বিজন অন্ধকারে॥
যে কথা, হায়! বলতে এলে, গেলে নাকো ব’লে,
মালা গাঁথার ফুলগুলিরে গেলে পায়ে দ’লে।
সেই ফুলে আজ মালা গাঁথি’
তোমার আশায় জাগি রাতি,
তোমার চ’লে যাওয়ার পথ ধুয়ে দিই আকুল নয়ন-ধারে॥