সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া

  • রাগ : Bhimpolosri
  • তাল : Trital

সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া

সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া।
কে এলে কাহারে চাহিয়া॥
মধুর লগনে অপরূপ বেশে
কেন দাঁড়ালে মম দ্বারে এসে,
দিনের শেষে ঝরা ফুলের দেশে –
আসিলে চাঁদের তরণী বাহিয়া॥

অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর
নিরমিল তোমার মূরতি মনোহর,
মনের পদ্ম-বনে বাণীর মধুকর –
‘সুন্দর! সুন্দর!’ – ওঠে গাহিয়া॥