হে প্রিয়তম অ্ন্তরে মম

  • তাল : Trital

হে প্রিয়তম অ্ন্তরে মম

হে প্রিয়তম অ্ন্তরে মম রোদনের একি ঢেউ নিশিদিন দুলে।
নদী-স্রোতের মত মোরে টানিয়া আনিলে কোন্ বিরহের সাগর কূলে॥
আঁধার বনে ছিনু বনলতা একা
কেন ফুল ফোটালে কেন দিলে দেখা,
অসহ বেদনার এত মধু দিলে যদি বুকে কেন নিলে না তুলে’॥
বাহির ভুবনে রহ যেন তুমি উদাসী
অন্তরে বসি’ চোর বাজাও বাঁশি,
এই মন হয়ে ওঠে বিরহ-বৃন্দাব লোক লাজ গৃহ কাজ সব যাই ভুলে॥