আমি গগন গহনে

  • তাল : Dadra

আমি গগন গহনে

আমি গগন গহনে সন্ধ্যা-তারা
কনক গাঁদার ফুল গো।
গোধূলির শেষে হেসে উঠি আমি
এক নিমেষের ভুল গো।
আমি ক্ষণিকা,
আমি সাঁঝের অধরে ম্লান আনন্দ-কণিকা
আমি অভিমানিনীর খুলে ফেলে দেওয়া মণিকা
আমি দেব-কুমারীর দুল্ গো॥
আলতা রাখার পাত্র আমার আধখানা চাঁদ ভাঙা
তাহারি রং গড়িয়ে পড়ে (ঐ) অস্ত-আকাশ রাঙা।
আমি একমুঠো আলো কৃষ্ণা-সাঁঝের হাতে
আমি নিবেদিত ফুল আকাশ-নদীতে রাতে
ভাসিয়া বেড়াই যাঁর উদ্দেশে গো
তার পাই না চরণ-মূল॥