তুমি আমায় ভালোবাস তাই

  • রাগ : Shahani
  • তাল : Addha kawali

তুমি আমায় ভালোবাস তাই

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি
আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি॥
আপন জেনে হাত বাড়ালো
আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায় বেলায় সন্ধ্যা-তারা পূবের অরুণ রবি, -
তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি॥
আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায়।
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি
আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি।
আমার বাণী, জয়মাল্য, রানি! তোমার সবি॥