আজ নতুন করে পড়লো মনে

  • রাগ : Gouro mollar
  • তাল : Kawali

আজ নতুন করে পড়লো মনে

আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥
কার কথা আজি তড়িৎ-শিখায়
জাগিয়ে গেল আগুন-শিখায়
ভোলা যে মোর াদয় হ’ল হায় বুকের রতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥
আজ উতল ঝড়ের কাৎরানিতে গুমরে ওঠে বুক,
নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ।
জলো-হাওয়ার ঝাপ্টা লেগে
অনেক কথা উঠলো জেগে,
আজ পরান আমার বেড়ায় মেগে একটু যতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥