জাগো জাগো দেব লোক

জাগো জাগো দেব লোক

নাটিকা : ‘ভূতের ভয়’
জাগো জাগো দেব-লোক,
এলো স্বর্গে কি মৃত্যুর ভয় দুখ-শোক॥
সাত সাগরের গড়খাই পার হ’য়ে ঐ,
এসে পিশাচ-প্রেতের দল নাচে থৈ থৈ,
জাগো সুর-ধীর দেব-বালা মাভৈঃ মাভৈঃ
নব মন্ত্র-পূত নব-জাগরণ হোক॥
ওরা আনিয়াছে পাতালের ভীতি, মারীভয়,
মোরা ভয়ে শুধু পরাজিত, শক্তিতে নয়;
ওঠ, ওঠ বীর উন্নত-শির দুর্জয়,
ভেদি’ কুয়াশা মায়ার, আনো আশার আলোক॥